ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ২ মাদকবিক্রেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
ঝিনাইদহে ২ মাদকবিক্রেতা আটক 

ঝিনাইদহ: ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব- ৬) অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে।

রোববার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর জেলার শার্শা উপজেলার বালিদাতাহ এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ওই উপজেলার বালিদাতাহ গ্রামের হোসেন আলীর ছেলে আকবর আলী (৩৫) ও বুড়ি নারায়ণপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মফিজুর রহমান (৪০)।

 

র‌্যাব -৬ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল-মেহেদী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে আলী ও মফিজুরকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ও ১০০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।  

আটক দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১০ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।