রোববার (৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে তারা আর কেউই রাত ১টা পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। এ নিয়ে তাদের পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজরা হলো- শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকার উপাধ্যক্ষ মৌ জহির আহমদের ছেলে সাইয়েদ নকীব, বাসটার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব ও একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম এবং বাজারঘাটা এলাকার অ্যাডভোকেট আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন। তারা সবাই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও সপ্তম শ্রেণির ছাত্র।
নিখোঁজ সাকিবের বাবা ও শাফিনের খালু আকতার কামাল বাংলানিউজকে বলেন, দু’জন সকাল ১১টায় বাসটার্মিনাল বাসা থেকে বিদ্যালয়ে যায়। পরে আর বাসায় ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও রাত পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
সাইয়েদ নকীবের বাবা মৌ জহির আহমদ বাংলানিউজকে বলেন, নকিবের সঙ্গে সর্বশেষ বেলা ১১টায় মোবাইল ফোনে কথা হয়েছে। প্রাইভেটের টাকা দেওয়ার জন্য ৬০০ টাকাও নিয়েছে সে। দুপুর ১২টায় স্কুল থাকলেও সে স্কুলে যায়নি।
গালিবের বাবা বলেন, দুপুর ১২টা হতে তার কোনো হদিস নেই।
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম বাংলানিউজকে বলেন, তারা চারজনেই রোববার স্কুলে আসেনি।
তবে এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘এমন কোনো তথ্য আমার জানা নেই। ’
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
টিটি/জিপি