রোববার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শার্শার নাভারন কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
জানা যায়, রাত ৮টার দিকে উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের ভাড়া বাড়িতে আরিফ খেলা করছিল। এসময় বাড়ির পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের তারে অসাবধানতাবশত হাত লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় বাড়ির মালিকের স্ত্রী ময়না খাতুন দৌড়ে এসে একটি কাঠ দিয়ে তাকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।
পরে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত বলে ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার এবিএম রনি বাংলানিউজকে বলেন, আরিফকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত ময়না খাতুন চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এজেডএইচ/জিপি