ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মিলন হত্যা মামলায় সাতজনের ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
গাজীপুরে মিলন হত্যা মামলায় সাতজনের ফাঁসি মিলন ভূইয়া হত্যা মামলার আসামিরা, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূইয়া হত্যা মামলায় সাতজনের ফাঁসি ও একজনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলা থেকে অন্য দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় দেন।  রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মো. কাইয়ুম, মো. রাজীব হোসেন, মো. ফারুক হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. আলী হোসেন ও মো. আলী ওরফে ছোট আলী। মৃত্যুদণ্ড ছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর একটি ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া মামলায় মো. মাসুম ওরফে মামা মাসুমকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দোষ প্রমাণিত হওয়ায় মো. এনামুল হক ও শামসুল হক নামে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

২০১১ সালের ২৬ ফেরুয়ারি সন্ধ্যা ৭টায় ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের কাছে রাজেন্দ্রপুর এলাকায় সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে মিলন ভূইয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহত মিলনের মামা আক্তার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অন্যরা পলাতক। মিলন ভূইয়া সেন্টারিংয়ের মালামাল (বাঁশ ও কাঠ) ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।