ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্প আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্পের ফলক

ব্রাহ্মণবাড়িয়া: উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্পের বাংলাদেশ অংশের কাজ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কাজের উদ্বোধন করবেন। 

এ উপলক্ষে সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আখাউড়ায় সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সড়ক পথের পর এবার ভারতের সেভেন স্টার খ্যাত ৭টি রাজ্যের সঙ্গে শুরু হচ্ছে বাংলাদেশের রেল যোগাযোগ।

 

২০১২ সালে প্রাথমিকভাবে বংলাদেশ-ভারত যৌথ উদোগে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে উদ্যোগী হয়। রেলপথে ভারতের অংশের ৫ কিলোমিটার কাজ শেষ হয়েছে। বাংলাদেশে ১০ কিলোমিটারের কাজ শেষ হলেই দু’দেশের মধ্যে চালু হবে ট্রেন চলাচল।  

রেলপথটি আখাউড়ার গঙ্গাসাগর পয়েন্ট দিয়ে ভারতের নিশ্চিন্তপুর হয়ে আগরতলায় যাবে। এ রেলপথ দিয়ে আগরতলা-আখাউড়া হয়ে চট্টগ্রাম-সিলেটের পাশাপাশি ঢাকা-কলকাতাও রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা যাবে। ২৪০ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের সময়কাল ধরা হয়েছে ১৮ মাস।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।