এ উপলক্ষে সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আখাউড়ায় সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সড়ক পথের পর এবার ভারতের সেভেন স্টার খ্যাত ৭টি রাজ্যের সঙ্গে শুরু হচ্ছে বাংলাদেশের রেল যোগাযোগ।
২০১২ সালে প্রাথমিকভাবে বংলাদেশ-ভারত যৌথ উদোগে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে উদ্যোগী হয়। রেলপথে ভারতের অংশের ৫ কিলোমিটার কাজ শেষ হয়েছে। বাংলাদেশে ১০ কিলোমিটারের কাজ শেষ হলেই দু’দেশের মধ্যে চালু হবে ট্রেন চলাচল।
রেলপথটি আখাউড়ার গঙ্গাসাগর পয়েন্ট দিয়ে ভারতের নিশ্চিন্তপুর হয়ে আগরতলায় যাবে। এ রেলপথ দিয়ে আগরতলা-আখাউড়া হয়ে চট্টগ্রাম-সিলেটের পাশাপাশি ঢাকা-কলকাতাও রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা যাবে। ২৪০ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের সময়কাল ধরা হয়েছে ১৮ মাস।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরএ