ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে অটোরিকশা খাদে পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
বেলকুচিতে অটোরিকশা খাদে পড়ে যুবক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও তিন অটোরিকশা যাত্রী।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে উপজেলার রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বেলকুচি থানার ওসি (তদন্ত) নুর এ আলম জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা সিরাজগঞ্জ থেকে বেলকুচির দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটির একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। আহত হন অটোরিকশাটির আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ