সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে উপজেলার রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বেলকুচি থানার ওসি (তদন্ত) নুর এ আলম জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা সিরাজগঞ্জ থেকে বেলকুচির দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটির একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। আহত হন অটোরিকশাটির আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরএ