সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদ।
স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল- মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলমসহ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন আলোঘর প্রকাশনার ব্যবস্থাপক সৈয়দ নুরুল আলম।
এ সময় বক্তারা বলেন, জ্ঞান আহরণে বইয়ের বিকল্প বই। আর্দশ মানুষ হওয়ার পেছনে বইয়ের অবদান রয়েছে। শুধু ভার্চুয়াল জগতে ব্যস্ত না থেকে বইয়ের প্রতি আগ্রহ তৈরি করে মেধা ও মননশীলতা বিকাশের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তারা।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০ ২০১৮
আরএ