ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু বইমেলায় দর্শনার্থীরা। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: আলোঘর প্রকাশনার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদ।

স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল- মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলমসহ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আলোঘর প্রকাশনার ব্যবস্থাপক সৈয়দ নুরুল আলম।

এ সময় বক্তারা বলেন, জ্ঞান আহরণে বইয়ের বিকল্প বই। আর্দশ মানুষ হওয়ার পেছনে বইয়ের অবদান রয়েছে। শুধু ভার্চুয়াল জগতে ব্যস্ত না থেকে বইয়ের প্রতি আগ্রহ তৈরি করে মেধা ও মননশীলতা বিকাশের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০ ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ