ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নদী হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
নদী হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন নদী হত্যার বিচার দাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: পাবনার নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার প্রতিবাদ, দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকরা। 

সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নারী সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকারীরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।

এটা সাংবাদিকদের প্রাণের দাবি। অবিলম্বে এ হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেফতার ও তাদের শাস্তি নিশ্চিত করতে পাবনা প্রশাসনকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজল-এ খোদা লিটন, সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।