সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নারী সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকারীরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজল-এ খোদা লিটন, সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরএ