সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিয়মিত হাজিরার অংশ হিসেবে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।
বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক শামীম আগামী ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
আসামিরা হলেন- গাইবান্ধার আনোয়ার হোসেন ও কিশোরগঞ্জের জাহিদুল হক তানিম।
কিশোরগঞ্জ কোর্ট পরিদর্শক মো. তফিকুল ইসলাম তৌফিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৬ সালে ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহের পাশে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলায় আনসারুল হক ও জহিরুল ইসলাম নামে দুই পুলিশ সদস্য, স্থানীয় গৃহবধূ ঝরনা রাণী ভৌমিক ও আবির রহমান নামে এক জঙ্গি নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলাটি এখনও বিচারাধীন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসআরএস