টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- চাষাভাদ্রা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তানজিন (৯) ও সেতাব মিয়ার ছেলে ইমরান হোসেন (১১)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইমরান ও তানজিন বিকেলে খেলতে গিয়ে গ্রামের একটি ডোবায় ডুবে যায়।
খবর পেয়ে পরিবারের লোকজন অচেতন অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে পাশের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।