ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলে নিখোঁজ

পাথরঘাটা (বরগুনা): গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি স্বাধীন নামে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এতে ওই ট্রলারের নয় জেলেকে উদ্ধার করা গেলেও ট্রলারসহ তিন জেলে নিখোঁজ রয়েছেন। 

সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে জানান, বরগুনার গুলিশাখালী এলাকার মো. রিয়াজ খানের মালিকানা এফবি স্বধীন ট্রলারটি বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

ডুবে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর টহলরত নৌবাহিনীর সদস্যরা নয় জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করলেও ট্রলারসহ তিন জেলে নিখোঁজ হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।