ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
মানিকগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানচাপায় জাহাঙ্গীর হোসেন নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর পৌর এলাকার পশ্চিম সেওতা গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

তিনি একটি মোটর গ্যারেজের মালিক ছিলেন।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জাহাঙ্গীর। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তা‍ৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।