ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে দুদকের অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
মেঘনায় বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে দুদকের অভিযান

ঢাকা: ড্রেজার দিয়ে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ও বসতবাড়ি ধ্বংসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ সেপ্টেম্বর) দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন ১০৬) আসা অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

 

দুদক সূত্র বলছে, স্থানীয় বাসিন্দা হট লাইনে অভিযোগ করেন, একটি সিন্ডিকেট নদীতে বালু উত্তোলন করে স্থানীয় বসতবাড়ি দখল এবং ধ্বংস করছে। এ ঘটনায় সকাল ১১টা থেকে মেঘনা নদীর সোনারগাঁও অংশে দুদকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাঁড়াশি অভিযান চালানো হয়।  

দুদক টিমে ছিলেন উপ-পরিচালক হেলালউদ্দিন শরীফ ও সহকারী পরিচালক সালাহউদ্দিন আহমেদ। অভিযানে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ সদস্যরাও অংশ নেন।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বাংলানিউজকে বলেন, একটি চক্র অর্থের বিনিময়ে নদী, ফসলি জমি এবং পরিবেশ ধ্বংস করছে। এ অপরাধের বলি হচ্ছে সাধারণ মানুষ, সর্বনাশ হচ্ছে কৃষি জমির, পাল্টে যাচ্ছে নদীর গতিপথ। যেহেতু পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সঙ্গে দুর্নীতি জড়িত, তাই দুদক এ অপরাধ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে।

অভিযান প্রসঙ্গে তিনি বলেন, মেঘনা নদীতে চালানো অভিযানে সাতটি ড্রেজার জব্দ করা হয়েছে। পাশাপাশি দুইজন ড্রেজারের মালিকসহ মোট ২০ জনকে আটক করা হয়। একই সঙ্গে আটক ড্রেজারের মালিক জনকে এক লাখ জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।