বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের কাছে ক্রেস্টটি হস্তান্তর করছেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস মীর টি আই ফারুক রিজভী
ঢাকা: চলিত বছর বিপণন ব্যবস্থাপনায় সুপার ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বসুন্ধরা গ্রুপের স্বনামধন্য প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।
এ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের হেড কোয়ার্টার-২ এর আয়োজনে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের কাছে সুপারব্র্যান্ড ক্রেস্টটি হস্তান্তর করেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস মীর টি আই ফারুক রিজভী।
এসময় সাফিয়াত সোবহান সশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
একই সঙ্গে এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আরো দৃঢ়তার সঙ্গে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।