সোমবার (১০ সেপ্টেম্বর) যৌথ ভিডিও কনফারেন্সে তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে যুক্ত ছিলেন মমতা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারায় নবনির্মিত ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ ডিসি ব্যাক টু ব্যাক স্টেশনের দ্বিতীয় পর্যায়, রেলওয়ের ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)’ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।
এ কাজগুলো উদ্বোধনের আগে মমতা তার বক্তব্যে বলেন, আমি মনে করি, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চিরকালই খুব ভালো এবং প্রথম থেকে স্থল সীমান্ত চুক্তি, ছিটমহল বিনিময়, ইন্দো-বাংলাদেশ রেল সার্ভিস, বাস সার্ভিস, টেলিকমিউনিকেশন, আমরা যে রাস্তা তৈরি করছি প্রত্যেকটাই কিন্তু যুগান্তকারী প্রোগ্রাম।
তিনি বলেন, বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি, আমরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। দুই দেশের সম্পর্ক খুব ভালো, আরও আগে বাড়ুক।
ভাষা আন্দোলনের শহীদদের কথা স্মরণ করে মমতা বলেন, সারা পৃথিবীর পঞ্চম ভাষা এবং এশিয়ার সব চেয়ে বড় ভাষা বাংলা।
বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এমইউএম/এইচএ/
** আজ সম্পর্ক আরও গভীর হলো: মোদী