সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সিআইডি’র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান।
তিনি জানান, রোববার (৯ সেপ্টেম্বর) শাহজালাল বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ‘ফরেইন পোস্ট অফিসের’ মাধ্যমে এনপিএস'র ওই চালানটি আসে।
এ বিষয়ে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত ৩১ আগস্ট প্রথম দেশে এনপিএসের অস্তিত্ব পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বিমানবন্দর ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ইথিওপিয়া থেকে আনা মোট ৮৬১ কেজি এনপিএস জব্দ করার পাশাপাশি মো. নাজিম নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।
দ্বিতীয় দফায় ৬ সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে ১৬০ কেজি ও ৯ সেপ্টেম্বর আরও ১৩৫ কেজি এনপিএস জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
পিএম/এইচএ/