বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আনারপুরা এলাকার বাসিন্দা।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রকিব বাংলানিউজকে জানান, স্থানীয় একটি বাস থেকে মহাসড়কের আনারপুর এলাকায় নেমে রাস্তা পার হতে গেলে একটি ট্রাক গোলাম মোস্তাফাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও পালিয়ে যায় চালক।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
আরএ