ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩ হতাহতদের ছবি, বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিনজন নিহত হয়েছেন।

 

বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইনানী রিসোর্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- হারবাং ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জমিদারপাড়ার বাসিন্দা আবু তাহের (৫০),  মুসলিমপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তাজ উদ্দিন (৩২)।

তারা দু'জনেই চকরিয়ার হারবাংয়ের বাসিন্দার। পেকুয়া উপেজলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা গ্রামের আবদুল মালেকের ছেলে ইজিবাইকচালক ইউনুস মিয়া (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেইনবো স্টিকার লাগানো ঢাকা (মেট্রো-ম-১১-৪৪১৪) নম্বরের কক্সবাজারমুখী কাভার্ডভ্যানটি একই দিক দিয়ে চকরিয়ামুখী ইজিবাইককে ধাক্কা দিলে তার ভেতর বসা নারী যাত্রীসহ সবাই সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক শোভন দে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইয়াসিন আরাফাত বাংলানিউজকে বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। মরদেহগুলো বানিয়ারছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।