ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কোটা সংস্কার নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
কোটা সংস্কার নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভ-মিছিল কোটা আন্দোলনকারীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি চাকরিতে কোটা সংস্কার প্রজ্ঞাপনসহ পাঁচ দফা দাবি দ্রুত মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিক্ষোভ-মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন তারা।  

এর আগে আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে বিক্ষোভ-মিছিলে অংশ নেন আন্দোলনকারীরা।

সমাবেশে পরিষদের নেতারা বলেন, ছয় মাস আগে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু তার ঘোষণার এতদিন পরেও তা বাস্তবায়ন হয়নি। উপরন্তু ছাত্রদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা সরকার ও ঢাবি প্রশাসনের প্রতি সব মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

সমাবেশে তিন দফা দাবি তুলে ধরেন- কোটা আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক রাঁশেদ খান। তাদের দাবিগুলো হলো- ছাত্রদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার করা, ছাত্রদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ও পাঁচ দফার আলোকে কোটা সংস্কার করা।

আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর বলেন, কোটা সংস্কার যৌক্তিক দাবি সত্ত্বেও এ আন্দোলনে ছাত্রদের ওপর হামলা-মামলা দেওয়া হয়েছে। আমরা কোটা বাতিল চাইনি। প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী চাইলে কোটা বাতিল করতে পারেন। কিন্তু কোটা সংস্কার করলে পাঁচ দফার আলোকেই করতে হবে।

এসময় তারা কোটা রেখে সার্কুলার, মানি না মানবো না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, দ্রুত দিন প্রজ্ঞাপন, নইলে ধরবো জীবন পণসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।