বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে শহরের বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের ব্রিজের নিচে ভাসামান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (অপরারেশন) আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হতে পারে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এমবিএইচ/এএইচ/