ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
বগুড়ায় নারীর মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়া শহরের মাটিডালী ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।  

বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে শহরের বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের ব্রিজের নিচে ভাসামান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।  

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (অপরারেশন) আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হতে পারে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।   
 
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এমবিএইচ/এএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।