ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিমসটেকের ‘মাইলেক্সে’ যোগ দিতে ভারত যাচ্ছেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
বিমসটেকের ‘মাইলেক্সে’ যোগ দিতে ভারত যাচ্ছেন সেনাপ্রধান

ঢাকা: পুনেতে চলমান বিমসটেকের মাল্টি ন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজে (মাইলেক্স) যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ভারত যাবেন।

আগামী শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। বুধবার (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর (শনিবার) বিমসটেকের সদস্য দেশসমূহের সেনাপ্রধানদের নিয়ে গঠিত ‘চিফস কনক্লেভ’র অংশগ্রহণে ‘সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধের ঝুঁকি মোকাবেলায় টেকসই আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে তোলার সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন জেনারেল আজিজ আহমেদ। তিনি অনুশীলনের সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

আগামী ১৭ সেপ্টেম্বর (সোমবার) দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের।

বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেকের মাইলেক্স পুনেতে গত ১০ সেপ্টেম্বর শুরু হয়। যা ১৬ সেপ্টেম্বর সমাপ্ত হবে। সাত দিনব্যাপী এ অনুশীলনে বিমসটেকের সদস্য দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ডের সেনাসদস্যরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।