বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ৯০ জন নারীকর্মীর মাঝে প্রায় ৬৫ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের স্পন্দন হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন।
প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, পল্লী উন্নয়ন ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নারীদের দৈনিক ৫০ টাকা করে ৪ বছরের সঞ্চয়ের টাকা ৯০ জন নারীকর্মীর মাঝে চেকে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসআর/এনএইচটি