হর্ষ বর্ধন শ্রিংলা ও রিভা গাঙ্গুলি দাস
ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা যুক্তরাষ্ট্রে দেশটির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। আর ঢাকায় ভারতীয় হাইকমশিনার হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের দায়িত্বে থাকা রিভা গাঙ্গুলি দাস।
বুধবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দৈনিকটি জানায়, ভারতের বেশ কয়েকটি মিশনের রাষ্ট্রদূত ও হাইকমিশনার পদে রদবদলের সিদ্ধান্ত হয়েছে।
সে অনুযায়ী ঢাকায় নিযুক্ত হর্ষ বর্ধন শ্রিংলাকে ওয়াশিংটনে দেশটির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আর ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের মহাপরিচালক রিভা গাঙ্গুলি।
হর্ষ বর্ধন শ্রিংলা ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন। তার আগে ঢাকায় এ দায়িত্ব পালন করেন পঙ্কজ শরণ। তিনি বর্তমানে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বের ১২, ২০১৮
টিআর/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।