বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সুলতান আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার এবিএম মঈনুল ইসলাম বাংলানিউজকে জানান, প্লাটফর্মের বিভিন্ন স্থানে টং দোকান, চা-দোকানের লাইসেন্স নবায়ন ও মেডিকেল সার্টিফিকেট না থাকার অভিযোগে পাঁচটি দোকান সিলগালা করা হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে আখাউড়া রেল জংশনের নিরাপত্তা পুলিশের চিফ ইন্সপেক্টর সিরাজ উদ্দীন, সহকারি ভূমি কর্মকর্তা, শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসআরএস