ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জ রেল জংশনে ৫ দোকান সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
শায়েস্তাগঞ্জ রেল জংশনে ৫ দোকান সিলগালা শায়েস্তাগঞ্জ রেল জংশনে ৫ দোকান সিলগালা

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য অধিদফতরের সার্টিফিকেট না থাকায় পাঁচ খাবারের দোকান সিলগালা করা হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সুলতান আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার এবিএম মঈনুল ইসলাম বাংলানিউজকে জানান, প্লাটফর্মের বিভিন্ন স্থানে টং দোকান, চা-দোকানের লাইসেন্স নবায়ন ও মেডিকেল সার্টিফিকেট না থাকার অভিযোগে পাঁচটি দোকান সিলগালা করা হয়েছে।

এর মধ্যে রয়েছে সুজিত স্টোর, মানিক স্টোর, শ্রুতি স্টোর, সানু মিয়ার চায়ের দোকান এবং অপর একটি ফুটপাতের দোকান।

অভিযানে অন্যান্যের মধ্যে আখাউড়া রেল জংশনের নিরাপত্তা পুলিশের চিফ ইন্সপেক্টর সিরাজ উদ্দীন, সহকারি ভূমি কর্মকর্তা, শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।