বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নজরুল চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার তাহের ঘোনা গ্রামের মন্তু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দাগনভূঞা বাজার থেকে ফেনীগামী একটি পিকআপ থানার সামনে পৌঁছালে শাহী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক নজরুল নিহত হন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসআরএস