তিনি জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ বিলটি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, যা সংসদের চলতি অধিবেশনে উপস্থাপিত ও বিবেচিত হবে।
বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংরক্ষিত সংসদ সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জাবাবে সংসদ নেতা এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সড়ক আইনে অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নগর ভবনে ডিটিসিএ-এর ১১তম সভা শেষে জানিয়েছেন, আগামী রোববার (১৬ সেপ্টেম্বর) সংসদে বিলটি উত্থাপন করা হবে। এরপর বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। সেখানে যদি বিলটি চূড়ান্ত করা সম্ভব হয়, তাহলে চলতি অধিবেশনেই পাস হতে পারে।
সংসদের চলতি ২২তম অধিবেশন আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসএম/এসকে/এমজেএফ