ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জিপিও থেকে ১৯৩ কেজি ‘খাত’ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
জিপিও থেকে ১৯৩ কেজি ‘খাত’ জব্দ জব্দৃকত খাত’র ছবি

ঢাকা: এবার ডাক বিভাগের প্রধান দফতর হিসেবে পরিচিত রাজধানীর গুলিস্তানে জিপিও থেকে ১৯৩ কেজি নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) বা খাত জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জিপিও’র বৈদেশি পার্সেল শাখা থেকে খাতের এ চালানটি জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল কাশেম বাংলানিউজকে জানান, মাদকগুলো আফ্রিকার একাধিক দেশ থেকে ‘গ্রিন টি’ হিসেবে ডাকযোগে বাংলাদেশে আসে।

আকাশপথে আসা মাদকগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এনে জিপিওতে রাখা হয়। এরপর নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হতো।

গোপন তথ্যের ভিত্তিতে ১৫টি কার্টন ভর্তি ১৯৩ কেজি ওজনের খাতের এ চালানটি জব্দ করা হয়েছে। কোন ঠিকানায়, কার নামে মাদকগুলো আনা হয়েছে বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।