বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোরশেদ আলম এ নির্দেশ দেন।
** নেপালিজ ছাত্রীকে যৌন নিপীড়ন, মেডিকেল প্রভাষক কারাগারে
সিরাজগঞ্জ কোর্ট উপ-পরিদর্শক (সিএসআই) আব্দুল জলিল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মামলাটির অধিকতর তদন্তের জন্য আসামি ডা. তুহিনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম। শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. তুহিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে যৌন নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন একই বিভাগের চতুর্থ বর্ষের নেপালি এক ছাত্রী। রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে মামলা দায়ের করা হলে রাতেই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এসএম আকরাম হোসেন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
জিপি