বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আলী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গ্রামের মুক্তিযোদ্ধা জীবন মিয়ার ছেলে।
কারখানার পরিচালক মিজানুর রহমান জানান, আলী জেনারেটর মিস্ত্রি ছিল। রাতে কারখানায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, দিপ্তী ডাইংয়ে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন বলে শুনেছি।
বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
আরআইএস/