ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁ প্রথম শ্রেণি পৌরসভার রাস্তার বেহাল দশা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
নওগাঁ প্রথম শ্রেণি পৌরসভার রাস্তার বেহাল দশা নওগাঁ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যাওয়ার প্রধান রাস্তা, ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁ পৌরসভা প্রথম শ্রেণির হলেও রাস্তার অবস্থা দেখলে তা মনে হয় না। রাস্তাগুলো দেখলে যে কেউ মনে করতে পারে অজপাড়া গাঁয়ের কোনো মাটির রাস্তা এটি। পৌরসভার আওতাধীন বেশ কিছু রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা সেসব রাস্তা পায়ে হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে। 

পৌরসভার পক্ষ থেকে রাস্তাগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই। পৌরসভার ভেতরে শহরের স্টাফ কোয়াটার, বাঙ্গাবাড়িয়াসহ বেশকিছু এলাকার রাস্তার এমন বেহাল দশা।

দীর্ঘদিন ধরে রাস্তাগুলো সংস্কার করা হয়নি। মাঝেমধ্যে এলাকাবাসী নিজ উদ্যোগে রাস্তায় ইট বিছিয়ে কোনোরকমে চলাচলের ব্যবস্থা করেন।  শহরের স্টাফ কোয়াটার এলাকার রাস্তা,ছবি: বাংলানিউজ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শহরের স্টাফ কোয়াটার এলাকার সেলিম আহম্মেদ বাংলানিউজকে বলেন, প্রায় ২ বছর হচ্ছে রাস্তাগুলোর এমন অবস্থা কিন্তু মেরামত করা হচ্ছে না। মনে হয় আমরা পৌরসভার বাইরে বসবাস করি। খড়া মৌসুমে কিছুটা ভাল থাকলেও বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। পৌরসভার এসব রাস্তার তুলনায় গ্রামের মাটির রাস্তা অনেক ভাল।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের দরকার ভালো রাস্তা ঘাট। আমরা একটু শান্তিতে চলাফেরা করতে চাই, কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। আসলে আমাদের চলাচলের এই রাস্তার ওপর পৌরসভার নজর নেই। পৌরসভার ভেতরে বসবাস করেও যদি ভাল রাস্তা দিয়ে চলাচল করতে না পারি তাহলে আমাদের পৌরসভা দিয়ে কি হবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মচারী বাংলানিউজকে বলেন, প্রচুর কষ্ট করে আমাদের আফিসে আসতে হয়। বৃষ্টির সময় এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না। ভরা বৃষ্টির সময় একহাঁটু পানি জমে। আফিসে আসতে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।  

এ বিষয়ে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি বাংলানিউজকে বলেন, রাস্তার অবস্থা আসলেই খারাপ। আগামী তিন মাসের মধ্যেই রাস্তাটির টেন্ডার পাস হবে। তারপর দুইপাশে ড্রেন তৈরি করে রাস্তাটি মেরামত করা হবে।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।