ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে আগুনে পুড়লো ১১ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
খাগড়াছড়িতে আগুনে পুড়লো ১১ দোকান আগুনে ক্ষতিগ্রস্ত দোকান। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজারে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক।  

বুধবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী পূর্ণ বিকাশ চাকমার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বিজিবি, পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে ১১টি দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রবিন চাকমা বলেন, আমার সার ও কীটনাশক ওষুধের দোকান। দোকানের সঙ্গে একটি গোডাউনও ছিলো। আগুনে তার দোকান ও গোডাউন অধিকাংশই পুড়ে গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।