বুধবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী পূর্ণ বিকাশ চাকমার মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রবিন চাকমা বলেন, আমার সার ও কীটনাশক ওষুধের দোকান। দোকানের সঙ্গে একটি গোডাউনও ছিলো। আগুনে তার দোকান ও গোডাউন অধিকাংশই পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এডি/আরবি/