ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় আকিফা মৃত্যুর ঘটনায় চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
বাসের ধাক্কায় আকিফা মৃত্যুর ঘটনায় চালক আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে এক বছরের শিশু আকিফা মৃত্যুর ঘটনায় বাসচালক মহিদ মিয়া ওরফে খোকনকে (৩৫) আটক করেছে র‌্যাব।

বুধবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া র‌্যাব-১২’র একটি দল ফরিদপুর জেলা সদরের বঙ্গেশ্বরদী এলাকা থেকে তাকে আটক করে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর)  বেলা ১২টায় কুষ্টিয়া র‌্যাব-১২’র কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানানো হয়।

র‌্যাব-১২-সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহামেনুর রশিদ জানান, খোকনকে পুলিশের কাছে হস্তান্তরের মাধ্যমে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত শিশু আকিফা। বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এরআগে, বুধবার (২৯ আগস্ট) রাতে আকিফার বাবা হারুন অর রশিদ কুষ্টিয়া মডেল থানায় বাস চালক, হেলপার ও মালিকের বিরুদ্ধে মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮ আপডেট: ১৪২৪ ঘণ্টা
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।