ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
চান্দিনায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় ছোটন ভূঁইয়া (২৮) নামে এক স্টেশনারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ছোটন উপজেলার মাধাইয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের মৃত আয়েত আলী ভূঁইয়ার ছেলে।

তিনি রাজধানীর কুড়িল-ভাটারা এলাকায় স্টেশনারি ব্যবসা করতেন।

নিহতের স্ত্রী আসমা আক্তার জানান, তার স্বামী ঢাকায় ব্যবসা করলেও প্রতি সপ্তাহে বাড়িতে আসতেন। বুধবার রাত ১০টায় তাকে ফোন করে জানান তিনি বাড়িতে আসার জন্য সায়দাবাদ থেকে বাসে ওঠেছেন। রাত ১টার দিকে তার মোবাইলে ফোন করলে ফোনটি রিসিভ হয় ঠিকই কিন্তু তিনি কোনো কথা বলেননি। তখন অনেক মানুষের গোলযোগ শোনা গেছে। তারপর থেকে মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ভোরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পান মহাসড়কের পাশে তার মরদেহ পড়ে আছে।

মাধাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে, তাকে পূর্ব পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। মরদেহ দেখার পর পুলিশে খবর দেই।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সামছুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।