বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মন্টু সিকদার কালকিনি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এসকেন্দার সিকদারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে মাদারীপুর থেকে কালকিনি যাওয়ার পথে ডাসার থানার বালীগ্রাম ইউনিয়নের পাথুড়িয়াপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মন্টু সিকদারের মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাসির উদ্দিন করে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এনটি