বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ভোরে মূষলধারে বৃষ্টি হচ্ছিল।
খবর পেয়ে সিরাজগঞ্জ, রায়গঞ্জ ও শেরপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার অভিযানে আহত ২১ বাসযাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআরএস