ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
গোপালগঞ্জে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে কুমার মধুমতি নদীতে গোসল করতে নেমে নিশান বৈরাগী (৭) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিশান একই গ্রামের গৌতম বৈরাগীর ছেলে।

উলপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল বাংলানিউজকে জানান, সকালে ওই গ্রামের সাত/আটজনের একদল শিশু কুমার নদীতে গোসল করতে নামে। এ সময় নিশান ও প্রশান্ত নামে দুই শিশু নিখোঁজ হয়।  

খবর পেয়ে এলাকাবাসী নদীতে নেমে প্রশান্তকে জীবিত উদ্ধার করলেও খুঁজে পাওয়া যায়নি নিশানকে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।