ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
সিরাজগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্দিদাসগাঁতী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দ আকবর আলী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বারান্দা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, সকালে বিদ্যালয়ের বারান্দায় অজ্ঞাত মরদেহটি দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দেন স্কুলের নিরাপত্তা প্রহরী।

পরে প্রধান শিক্ষক থানায় খবর দেন।  

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।