ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
ফতুল্লায় ইয়াবাসহ যুবক আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজুল ইসলাম (৩৫) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের পাগলা এলাকায় পুলিশ চেকপোস্টে অভিযানে তাকে আটক করা হয়।

আটক আজিজুল কক্সবাজার জেলার লেঙ্গুরবিল এলাকার আমিন আহম্মেদের ছেলে।

চেকপোস্টের দায়িত্বে থাকা ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এজাজুল হক জানান, দুপুর একটায় যানবাহন তল্লাশির সময়ে ঢাকাগামী একটি সিএনজি অটো রিকশা আটক করা হয়। তখন আজিজুলের ব্যাগ থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার চালানটি নিয়ে সে যাত্রাবাড়ি যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।