বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০মিনিটের দিকে ওই ভবনের ৬২৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
সচিবালয় ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার আরিফুজ্জামান বাংলানিউজকে বলেন, এসি ব্যবহারের জন্য বৈদ্যুতিক সুইচ বোর্ডের ওপর ভেজা টাওয়াল ছিল।
সচিবালয়ের এ ভবনে আইন মন্ত্রণালয় ছাড়াও কৃষি, খাদ্য, দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে।
এদিকে, সচিবালয়ে আগুন লাগার খবরে অফিস দিবসের শেষ সময়ে বের হতে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকেই আগুন লাগার খবরে তাড়াহুড়ো করে নামতে থাকেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমআইএইচ/ওএইচ/