বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান তাজুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক বকশীগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর একপর্যায়ে মারতে উদ্যত হয়। এসময় অন্য সহকর্মী শিক্ষকরা আব্দুর রাজ্জাক রাজুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে হয়ে তাকে আটক করে নিয়ে যায়।
পরে ওই শিক্ষিকার লিখিত আবেদনের প্রেক্ষিতে ও সাক্ষীর সাক্ষ্য প্রমাণে ভিত্তিতে ভ্রাম্যামাণ আদালত ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
জিপি