বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কিসমত মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ আলী ওই গ্রামের হোসেন আলী সরদারের ছেলে।
হতাহতদের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে সবাই একটি দোকান ও পার্শ্ববর্তী বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে চারজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কল্লোল কুমার সাহা বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ আলী ও সাব্বির হোসেনের মৃত্যু হয়েছে। তবে আহত মিতু ও রেজোয়ান আশঙ্কামুক্ত।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
ইউজি/আরআর