ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
যশোরে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ২

যশোর: যশোরের বাঘারপাড়ায় বজ্রপাতে মোহাম্মদ আলী (১৪) ও সাব্বির হোসেনের (২২) মৃত্যু হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কিসমত মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ আলী ওই গ্রামের হোসেন আলী সরদারের ছেলে।

সে স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। আর সাব্বির হোসেন একই এলাকার সাহাব মোল্যার ছেলে। এছাড়া আহতরা একই এলাকার রেজোয়ান হোসেন (১৪) ও মিতু খাতুন (১৪)। আহতরা যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  

হতাহতদের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে সবাই একটি দোকান ও পার্শ্ববর্তী বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে চারজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কল্লোল কুমার সাহা বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ আলী ও সাব্বির হোসেনের মৃত্যু হয়েছে। তবে আহত মিতু ও রেজোয়ান আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।