আটক মাদক বিক্রেতারা হলেন- সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী বিপ্লব (৩৮), একরামপুর এলাকার মৃত ইছব মিয়ার ছেলে আবির হোসেন (৩০) ও মিশনপাড়া এলাকার নাজির হোসেন মিয়ার ছেলে এম এইচ ফাহাদ (৩২)।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মন্ডল বাংলানিউজকে জানান, বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড ও ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে মোট ৭৩৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। পরে বৃহস্পতিবার মাদক আইনের মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
ওএইচ/