বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার পূর্ব বাহেরচর গ্রামের লালন মাতব্বরের স্ত্রী মাহিনুর বেগম (৩৫) ও তার ছেলে হাসান রাব্বি (১৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টার দিকে রাঙ্গাবালী থানার কোড়ালিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে লঞ্চযোগে রাঙ্গাবালীর উদ্দেশ্যে আসা মাহিনুর ও তার ছেলের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বাংলানিউজকে জানান, এ ঘটনায় মা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমএস/ওএইচ/