বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাহেদ সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত জহির আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এনইউ/এসআরএস