নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এলাকায় অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
বিএম রুহুল আমিন রিমন জানান, লোকনাথ ব্রহ্মচারী আশ্রম সংলগ্ন খেলার মাঠের চারপাশে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠে।
ফলে লোকনাথ ভক্তদের আশ্রমে প্রবেশে অসুবিধা হতো। আশ্রম কমিটির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।