বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এসআই পার্থ প্রতীম ব্রক্ষচারী আসামি ফুয়াদ জামানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ফুয়াদ জামান ফেসবুকে খুনিদের প্রশংসা ও বঙ্গবন্ধুকে কটূক্তি করে স্ট্যাটাস দেন। এ অভিযোগে গত ২৩ আগস্ট ধানমন্ডি থানায় তথ্য ও যোগায়োগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়।
ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লে. কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে। ২০১৫ সালে আরও চার খুনির সঙ্গে সুলতান শাহরিয়ারের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
আরও পড়ুন>>>> ফেসবুকে উসকানি, বঙ্গবন্ধুর খুনি রশিদের জামাতা গ্রেফতার
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমআই/ওএইচ/