বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার ফজলুর রহমানের ঘরের আঙিনায় থাকা গ্যাসের রাইজারে বজ্রপাত হয়।
আগুনে ৫টি বসত ঘরই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তায় দুই ঘন্টা ব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ফজলুর রহমান বাংলানিনিউজকে বলেন, ৫টি বসত ঘরেই ভাড়াটিয়া বসবাস করতো। আগুনে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং ভাড়াটিয়াদের আসবাবপত্র পুড়ে গেছে।
ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক বলতে পারবেন না বলে তিনি জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন
বাংলানিনিউজকে বলেন, বজ্রপাতে গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘন্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এমএমএস