ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে প্রায় ১হাজার যাত্রী ও কিছু পরিবহন নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রাত নয়টায় টার্নিং পয়েন্টের ডুবোচরে আটকে যায়।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে,'কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের ডুবোচরে কেটাইপ ফেরি কপোতী আটকে যায়।
রাতে ফেরিতে আটকে পড়া শিবচরের উদ্দেশ্যে আসা যাত্রী কাজী আমিনুল ইসলাম বলেন,'রাত নয়টার দিকে ফেরিটি ডুবোচরে আটকে যায়। ১১টার দিকে একটি ট্রলার আসলে আমরা প্রায় দেড়শ যাত্রী ট্রলারে করে কাঁঠালবাড়ী ঘাটে আসি। কোস্টগার্ড যাত্রীদের উদ্ধারের জন্য ট্রলার পাঠায় বলে শুনেছি। '
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন,' ভোর সাড়ে পাঁচটার দিকে ফেরিটি কাঁঠালবাড়ী ঘাটে এসে পৌঁছায়। '
বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস