বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের কন্ট্রোলরুম থেকে বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে গাংনী, সদর ও মজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযানে অংশ নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা সকলেই জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে, বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঝোড়াঘাট-কল্যাণপুর সড়কের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১৩২ বোতল ফেনসিডিলসহ স্যালোইঞ্জিন চালিত একটি নসিমন উদ্ধার করা হয়। ফেনসিডিলের মালিক মথুরাপুর গ্রামের ফরমান শেখের ছেলে জোহার। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।
এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০০ গ্রাম ও সদর থানা থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এনটি