ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
গাজীপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের আমবাগ এলাকা থেকে আতিকুর রহমান খাজা (২৫) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ সেপ্টম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। খাজা টাঙ্গাইলের বাসাইল থানার কাশিল এলাকার নূরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমবাগ এলাকায় ফারুক হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন আতিকুর। সকালে তার ভাড়া বাসার জানালার গ্রিলে গলায় তোয়ালে পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। গলায় তোয়ালে পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।